ভোলায় সংঘর্ষে নিহতের চার পরিবারকে আর্থিক সহায়তা

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2019, 11:02 AM
Updated : 26 Oct 2019, 11:05 AM

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল শনিবার দুপুরে নিহতদের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এর আগে বোরহানউদ্দিন উপজেলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমপি মুকুল বলেন, ভোলার অবিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, “ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত দলের প্রতিবেদনও অচিরেই পাওয়া যাবে।”

পুরো ঘটনাটিকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ভোলা সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ছয়দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এমপি মুকুল বলেন, “নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সহায়তা প্রদানসহ সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

এক হিন্দু তরুণের ফেইসবুক আইডি ‘হ্যাক করে অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর ‘মুসলিম তাওহিদী জনতা’র ব্যানারে গত রোববার ভোলার বোরহানউদ্দিন উপজেলা শহরে সমাবেশ ডাকা হয়।

সেখান থেকে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় কয়েকশ মানুষ। দফায় দফায় সংঘর্ষে এক মাদ্রাসাছাত্রসহ চারজন নিহত হন; আহত হন ১০ পুলিশসহ শতাধিক।