বগুড়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা, কিশোর গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 01:56 PM
Updated : 25 Oct 2019, 01:56 PM
কাহালু থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার আফরিন জুট মিলে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আলাল (১২) উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকুনতা গ্রামের মোতাহার আলীর ছেলে। সে ওই মিলে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করত।

এ ঘটনায় তার ১৭ বছর বয়সী এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা গ্রামে।

ওসি জিয়া বলেন, আলাল ওই মিলে পরিচ্ছনতাকর্মী হিসেবে কাজ করত। সেখানে মেশিন পরিষ্কারের জন্য হাওয়া মেশিন ছিল।

“মেশিন দিয়ে কাজ করার সময় ওই কিশোর আলালের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে অসুস্থ হলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় আলাল মারা যায়।”

এ ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।