চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে চাপ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 07:16 AM
Updated : 25 Oct 2019, 12:46 PM

গত দুইদিনে ডায়রিয়ায় আক্রান্ত দেড়শতাধিক রোগী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান, আগের রাত ১২টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ৭৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুক্রবার ১২টা পর্যন্ত ভর্তি হয়েছেন ১১০ জন।

তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে; এখন হাসপাতালে ১৪৫ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন বলে জানান এ চিকিৎসক।   

ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তাদের বেশির ভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর, দ্বারিয়াপুর ও উপর-রাজারামপুর এলাকায় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

নাদিম বলেন, “হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা ১২। অতিরিক্ত রোগীর জায়গা হয়েছে বারান্দা ও করিডোরে।”

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনেরা জানান, পৌরসভার সরবরাহ করা পানি পান করেই তারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। এখন ওই সব এলাকায় সরবরাহ করা পানি ফুটিয়ে পান করার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, “পৌরসভার পানি থেকেই ডায়রিয়া হচ্ছে এখনও এমনটা বলা যাবে না। তবে পৌরসভার পানি থেকে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”