পদ্মায় দুই সি-বোটের সংঘর্ষে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

শরীয়তপুরে পদ্মায় মাছ ধরতে গিয়ে দুই সি-বোটের সংঘর্ষে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 01:23 PM
Updated : 24 Oct 2019, 01:23 PM

জাজিরা থানার ওসি মো. বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা দুব্বাডাঙ্গা এলাকা থেকে তারা তাদের লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন জাজিরা উপজেলার পূর্বনাওডোবা কাদের মোড়ল কান্দি গ্রামের জেলে মো. মান্নান বেপারী, ভোলা জেলার মনপুরা উপজেলার সোনারচর গ্রামের জেলে নেয়াজ উদ্দিন ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার উত্তর জসিলদিয়া গ্রামের জেলে মো. বাচ্চু মাদবর।

জাজিরা থানার এএসআই আতিকুর বলেন, মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার নাওডোব ইউনিয়নের হাসেম ফরাজি কান্দি গ্রামের হাকিম মোল্লার ছেলে স্বপন একটি সি-বোট নিয়ে পালের চর ইউনিয়নের ঝিনুক মার্কেটের কাছে পদ্মায় ইলিশ ধরতে যান।

“রাত ৩টার দিকে বিপরীত দিক থেকে আরেকটি সি-বোট আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জেলে নিখোঁজ হন। আহত হন স্বপনসহ পাঁচজন। তাদের খোঁজা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।”

লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি বেলায়েত হোসেন।