সমুদ্রে লঘুচাপ, দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি

বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হচ্ছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 11:50 AM
Updated : 24 Oct 2019, 01:55 PM

রংপুর, রাজশাহী, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট ও শেরপুরের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানান, তাদের জেলায় দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি বৃহস্পতিবার  অন্ধ্রপ্রদেশে অবস্থান করছিল।

আগামী শনিবার বৃষ্টিপাত কমতে পারে উল্লেখ করে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাসে বলা হয়।

ফরিদপুর প্রতিনিধি মফিজুর রহমান শিপন জেলা কৃষি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেন, টানা তিন দিন এভাবে বৃষ্টি হলে শীতকালীন সবজির ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল বলেন, “সকাল থেকে সেখানে সূর্যের মুখ দেখা যায়নি। বৃষ্টির ফলে হালকা শীত অনুভূত হচ্ছে। পূর্ব প্রস্ততি না থাকায় ভোরে বের হওয়া অধিকাংশ মানুষকে কাকভেজা হয়ে ঘরে ফিরতে হয়েছে।”

বিভিন্ন স্থানে রাস্তায় কাদার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।

কার্তিকের এই বৃষ্টিকে অনেকে শীতের আগমনী বার্তা বলে মনে করছেন।