বেনাপোলে স্বর্ণের বারসহ এক ভারতীয় আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দশটি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 11:00 AM
Updated : 24 Oct 2019, 11:00 AM

খুলনা-২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর বিএলপি পোস্টের উত্তর পাশের সীমান্ত পিলারের ৩০ গজ ভেতরে বাংলাদেশ অভ্যন্তরের একটি মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক গোপাল সরকার (৬০) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের শিবু সরকারের ছেলে।

বিজিবি কর্মকর্তা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন গোপাল সরকারকে আটক করা হয়। 

“পরে তার শরীরে তল্লাশি চালিয়ে দশটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৭০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৫৮ লাখ ৫১ হাজার টাকা “

আটক গোপাল সরকারকে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি।