ময়মনসিংহে হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 03:11 PM
Updated : 23 Oct 2019, 03:11 PM

ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক বুধবার বিকালে এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন গফরগাঁও উপজেলার দীঘিরপাড় এলাকার মোফাজ্জল, ইলিয়াস, মামুন, মোস্তফা কামাল ওরফে মন্তু, পলাশ, জজ মিয়া, খোকন, সবুজ, আনোয়ার, সোহাগ ও আলম।

তাদের মধ্যে ইলিয়াস, আনোয়ার ও আলম পলাতক রয়েছেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন।

ওই আদালতের পিপি হাসিম উদ্দিন মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ১৯ অক্টোবর গফরগাঁও উপজেলার দীঘিরপাড় গ্রামের ফজলুল হকের ছেলে শিহাব হাসান (২০) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর দুই দিন পর গলাকাটা বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের তীরে তার লাশ মেলে।

এ ঘটনায় শিহাবের মা পাগলা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি হাসিম বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ১১ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। পলাতক তিন আসামির সাজা আটকের দিন থেকে কার্যকর হবে।