নওগাঁয় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নওগাঁয় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।  

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 01:01 PM
Updated : 23 Oct 2019, 01:01 PM

এ সময় গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

নিহত মেহেদী হাসান বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের মেম্বারপাড়ার গফুর ওরফে ভোলার ছেলে।

বুধবার বিকালে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদ পেয়ে রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে মাদক উদ্ধার করতে যায়।

“এ সময় মাদক ব্যবসায়ীরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তখন ডিবি পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মেহেদী হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

এসপি বলেন, পরে সেখান থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, তিনটি ককটেল ও  দুইটি চাকু উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে এসপি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, ফারজানা হোসেন, ডিআইও-১ মোবারক হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি কেএম শামসুদ্দীন।