গলায় ফেস্টুন ঝুলিয়ে অধিগ্রহণকৃত জমির টাকা দাবি

সরকার অধিগ্রহণকৃত জমির টাকা না দেওয়ায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গলায় ফেস্টুন ঝুলিয়ে প্রতিবাদ করেছেন তারেকুজ্জামান উজ্জ্বল নামে এক ব্যক্তি।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 01:43 PM
Updated : 22 Oct 2019, 01:43 PM

উজ্জ্বল জেলার লালপুর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তিনি এই প্রতিবাদ জানান।

এ সময় উৎসুক জনতা ও সাংবাদিকরা সেখানে ভিড় করলে উজ্জ্বল বলেন, ১৯৯৭ সালে লালপুর উপজেলা পরিষদ দপ্তর স্থাপনের সময় তার ৭৩ শতক জমি অধিগ্রহণ করে সরকার।

“২০০৫ সালে ২০ শতক জমির দাম পরিশোধ করলেও বাকি ৫৩ শতক জমির টাকা সরকার এখনও পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে ২০১৫ সালে উচ্চ আদালতে গেলে বিচারক জমির দাম পরিশোধ অথবা জমি ফেরত দেওয়ার নির্দেশ দেন।”

উচ্চ আদালতের দুই দফা নির্দেশের পরও জেলা প্রশাসন তা অগ্রাহ্য করছে বলে তার অভিযোগ।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে।