গাজীপুরে বাবাকে ‘পিটিয়ে হত্যা,’ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘চাহিদামত টাকা না পেয়ে’ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 11:42 AM
Updated : 22 Oct 2019, 11:42 AM

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, গ্রেপ্তার ইমরান হাশমি রাতুল (২৬) উপেজলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের আব্দুল ওয়াদুদ ওরফে বাবুলের ছেলে।

৫৫ বছর বয়সী ওয়াদুদ জেলার কাপাসিয়ার উপজেলার তরগাঁও কোহিনূর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য খোরশীদ আলম ওরফে রফিক প্রধান জানান, রাতুল রাজধানী ঢাকার ঢ্যাফোডিল ইউনিভার্সিটিতে সম্মান তৃতীয় বর্ষে ইংরেজি বিভাগে পড়ছেন। তিনি প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করতেন। এর জেরে সোমবার রাতেও বাবা-ছেলের ঝগড়া হয়।

একপর্যায়ে রাতুল রড দিয়ে বাবাকে পিটিয়ে আহত করার পর নিজেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে ঘটনা জানান বলে এলাকাবাসীর বরাতে জানিয়েছেন ইউপি সদস্য খোরশীদ আলম।

ওসি লিয়াকত বলেন, পুলিশ গিয়ে রাতুলকে আটকের পাশাপাশি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।