সাভারে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবলীগনেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে থানা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 11:22 AM
Updated : 22 Oct 2019, 11:22 AM

সোমবার মধ্যরাতে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈনুল ইসলাম ভূঁইয়া আশুলিয়া থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক এবং উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য।

জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু।

ওসি জানান, রোববার সকালে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, বাইপাইল মৌজায় ক্রয়কৃত ৫২৯ শতাংশ জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিলেন গাজীবাড়ী এলাকার তসলিমা শেখ লিমা।

‘যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুইয়া তার ওই সম্পত্তি দখলে নেওয়ার জন্য কয়েক দফা হামলা করেন’ বলে জানান তিনি। পরে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেন ওই ভুক্তভোগী।

এছাড়া মইনুলের বিরুদ্ধে গাজিরচট এলাকার এ এম উচ্চবিদ্যায় ও কলেজের পুকুর দখল করে মাছ বিক্রিরও অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রাই জানান, আশুলিয়া থানা যুবলীগের আরেক নেতার আহ্বায়ক কবির সরকারের যোগসাযোসে মঈনুল ইসলাম ভুইয়া জমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে বেপরোয়া হয়ে ওঠে।

‘তাদের ভয়ে এলাকার কেউ সহজেই মুখ খুলতে চায় না। তাদের রয়েছে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী।’

এ প্রসঙ্গে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবীর সরকারের সাথে মোবাইফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।