ইলিশ ধরার অপরাধে ফরিদপুরে ৯ জেলের সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকারের অপরাধে ফরিদপুরে নয় জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 07:00 AM
Updated : 22 Oct 2019, 07:02 AM

ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  হাসান মো. হাফিজুর রহমান জানান, আগের রাত থেকে মঙ্গলবার ভোর রাত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ ধরার অভিযোগে নয় জেলেকে আটক করা হয়।

“পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা এবং তাদের কাছ থেকে উদ্ধার ২০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়।”

সাজা প্রাপ্তরা হলেন- শাহজাহান, সালাম, জয়নাল, আলাল সিকদার, রাশেদ, আব্দুর সরদার, শরিফ সরদার, আরশাদ মন্ডল এবং পিয়ার মণ্ডল। তাদের বাড়ি সদর উপজেলার ডিগ্রীরচর ও নর্থ-চ্যানেল ইউনিয়নে।

ইলিশ রক্ষায় সরকারি আদেশ অনুযায়ী স্থানীয় মৎস বিভাগ ও পুলিশের সহায়তায় এ অভিযান চলছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।