মাগুরায় কাভার্ড ভ্যানে ফেন্সিডিল একজন গ্রেপ্তার

মাগুরায় ফেনসিডিলসহ এক কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 05:13 AM
Updated : 22 Oct 2019, 05:13 AM

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ভায়না মোড় থেকে সোমবার রাতে কাভার্ড ভ্যানটি থেকে ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ভ্যানটি আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার চালক হাসান (৪০) গোপালগঞ্জের কোটালিপাড়া থানার উত্তর পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ওই ভ্যানটির মালিকও।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা ভায়না মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়।

এসময় কাভার্ড ভ্যানের ভেতরে ‘বিশেষভাবে তৈরি বাক্সে লুকানো অবস্থায় ২৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়।’

“ফেনসিডিল বহনের দায়ে গোয়েন্দা পুলিশ গাড়িটির মালিক ও চালক হাসানকে গ্রেপ্তার করে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ফেনসিডিল ‘বেনাপোল থেকে নারায়নগঞ্জে নিচ্ছিলেন’ বলে হাসান পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় ভার্ড ভ্যানটি আটক ও সদর থানায় হাসানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবাহিম হোসেন।