গাজীপুরে ‘ছেলের রডের আঘাতে’ বাবার মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 05:03 AM
Updated : 22 Oct 2019, 05:03 AM

সোমবার মধ্যরাতে উপজেলার লতীফপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান।

নিহত আব্দুল ওয়াদুদ বাবুল (৫৫) কাপাসিয়া তরগাঁও এলাকার একটি গার্লস হাই স্কুলের শিক্ষক।

তার ছেলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র এমদাদ হাসমী রাতুলকে (২৫) পুলিশ আটক করেছে।

ওসি লিয়াকত আলী বলেন, স্কুলশিক্ষক বাবা তার ছেলের চাহিদা মত অর্থ দিতে না পারায় দুজনের মধ্যে জটিলতা চলছিল। এ নিয়ে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবার মাথায় রড দিয়ে আঘাত করে রাতুল। গুরুতর আহত ওয়াদুদ বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওয়াদুদ বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।