যশোরে ট্রেনের ধাক্কায় অটো উল্টে ৪ শিশুসহ চালক আহত

যশোরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা উল্টে স্কুল থেকে ফেরার পথে চার শিশু ও চালক আহত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 12:12 PM
Updated : 21 Oct 2019, 12:12 PM

তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনের গতি কম থাকায় তারা প্রাণে রক্ষা পায় বলে পুলিশ জানিয়েছে।

জেলার ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বামন আলী গ্রামের রেলক্রসিংয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশুদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক তৌফিক আনোয়ার বলেন, “আহতদের মধ্যে শিশু মিম (১১) ও চালক সুজন কান্তির (৪০) অবস্থা গুরুতর। তাদের সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।”

আহত অন্য তিনজন ইয়ামিন হাসান জিহাদ (৬), তাহসিন মাহমুদ (৪) ও মোস্তাকিম (৫)।

আহত শিশুরা বামনআলী গ্রামের আইডিয়াল চাইল্ড একাডেমির শিক্ষার্থী। স্কুল ছুটির পর তারা অটোরিকশায় করে বাড়ি ফিরছিল।

ওসি রাজ্জাক প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, রেলপথে ওঠার পর অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় যশোর-বেনাপোল রুটের ট্রেন এসে পড়ে। তবে ট্রেনের গতি কম ছিল। চালক দূর থেকে অটোরিকশা দেখে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেন।

“ট্রেনটি অটোরকিশাকে ধাক্কা দিয়ে সেখানেই থেমে যায়। ট্রেনের চালকসহ স্থানীয়রা আহত শিশুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।”