পাবনায় ৩ খাদ্য কোম্পানিকে জরিমানা

ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদনের দায়ে পাবনায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 08:43 AM
Updated : 21 Oct 2019, 08:44 AM

সোমবার দুপুরে জেলার গঙ্গারামপুর বাজারে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ অভিযানে এসব জরিমানা করা ছাড়াও জব্দকৃত খাদ্যদ্রব্য নষ্ট করে ফেলা হয়

বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-মেসার্স নাঈম আইসক্রিম, মেসার্স খালেদ ফুড প্রোডাক্টস ও তৃপ্তি ফুড কোম্পানি।

বিএসটিআই রাজশাহী মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসনের সহায়তায় সোমবার দুপুরে সদর উপজেলার গঙ্গারামপুর বাজারে এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় বিএসটিআইয়ের মান সনদ বিহীন ও অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় ‘মেসার্স নাঈম আইসক্রিম কারখানাকে ৪০ হাজার টাকা’ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া পণ্যের মোড়কে ওজন ও মূল্য লেখা না থাকায় ‘মেসার্স খালেদ ফুড প্রোডাক্টস ও তৃপ্তি ফুড কোম্পানি প্রতিটিকে ৪০ হাজার টাকা করে’ জরিমানা করা হয়।

পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ আদালত পরিচালনা করেন।

এ সময় বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ছাড়াও পরিদর্শক মো. আজিজুল হাকিম উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের কর্মকর্তারা জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।