দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর এক যুবক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 05:59 AM
Updated : 21 Oct 2019, 05:59 AM

নিহত নুর হোসেন সুমন (৩৫) ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে আবুল কাশেম জানান।

তিনি বলেন, তার দুই ছেলে নুর উদ্দিন ও নুর হোসেন সুমন প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে কিছুদিন চাকরি কারার পর নিজেরাই জোহানেসবার্গে ব্যবসা শুরু করে। সেখানে এখন তাদের পাঁচটি দোকান রয়েছে।

নিহতের বাবা আরও বলেন, কিছুদিন আগে নুর উদ্দিনের দুটি দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাট করে। এ ঘটনায় নুর উদ্দিন জোহানেসবার্গ থানায় মামলা করলে পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

“এতে তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে নুর উদ্দিনের দোকানের সামনে ভাই নুর হোসেনকে গুলি করে।”

পরে গুরুতর অবস্থায় সুমনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কাশেম।  

রোববার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নুর উদ্দিন ফোন করে সুমনের নিহতের বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন।

সুমনের মৃত্যুর খবর পেয়ে তার মা ও স্ত্রী বারবার মুর্ছা যাচ্ছেন। সুমনের এক মেয়ে সন্তান রয়েছে।

সুমনের লাশ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেন তার বাবা।