গোপালগঞ্জে উপজেলা প্রকৌশলীর অফিসে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে অগ্নিকাণ্ড  ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 05:57 AM
Updated : 21 Oct 2019, 09:44 AM

সোমবার সকাল পৌনে ৭টার দিকে ওই অধিদপ্তরের তালা বন্ধ অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে উপজেলা প্রকৌশলীর রুমের সব জিনিসিপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ‘কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’

কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অফিসের অবস্থান। সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের নাইটগার্ড ছলেমান মীর উপজেলা কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন বলে তিনি জানান।

কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী জানান, কোটালীপাড়া উপজেলার স্কুল সাইন্স ল্যাবের জন্য জাপানি দাতা সংস্থা ‘জাইকা’র  অর্থায়নে ২০ লাখ টাকা ব্যায়ে কেনা বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, অফিস ডেকরেশন, সোফাসেটসহ আসবাবপত্র পুড়ে ‘অন্তত অর্ধকোটি টাকার’ ক্ষতি হয়েছে ।