ফেনীতে ১৯ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ফেনী সদর উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 04:43 AM
Updated : 21 Oct 2019, 04:43 AM

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলারকার মুহুরী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে রোববার গভীররাতে মোশারফ হোসেন (২২) নামে ওই ব্যাক্তিকে আটক করা হয়।

মোশারফ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাশিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বাতমারা গ্রামের মো. নূর ইসলামের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সহকারী পরিচালক) সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। 

এক পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করার সময় এর যাত্রী মোশারফ বের হয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

“এ সময় র‌্যাব ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ‘ট্রাভেল ব্যাগ’ থেকে ১৯ হাজার ৪০০ টি ইয়াবা উদ্ধার করা হয়।”

নুরুজ্জামান বলেন, মোশারফ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।

“তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক মূল্য ৯৭ লাখ টাকা।”

আটকদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।