পাবনায় আ. লীগ কমিটি করাকালে হামলা, আহত ১৫

পাবনার আওয়ামী লীগের একটি গ্রাম কমিটি করার সময় একটি বাহিনীর হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 05:23 PM
Updated : 20 Oct 2019, 05:23 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ সুইট, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জনি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবু। বাকিদের নাম জানা যায়নি।  

তাদের মধ্যে পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান জানান, “রাতে গ্রাম কমিটি করছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এই সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সাদুল্লাপুর ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার ছেলে দলবল নিয়ে তাদের প্রতিপক্ষের উপর সশস্ত্র অবস্থায় হামলা চালানোর কথা শুনেছি।”

তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত পরে বলা যাবে। ওই বাহিনী কয়েকটি ককটেল বিস্ফোরণও করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান বলেন, শান্তিপূর্ণভাবে গ্রাম কমিটি করার হচ্ছিল। সেখানে উচ্চবাচ্য কথা হবে স্বাভাবিক।

“কিন্তু ইউনিয়ন এক আওয়ামী লীগ নেতার ছেলের বাহিনী এসে অতর্কিতভাবে ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে।”

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করেছে। যদি কেউ মামলা করে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।