বগুড়ায় ‘ঘুষের টাকাসহ’ আটক ভূমি কর্মকর্তা

বগুড়ায় দুদক এক ভূমি সহকারী কর্মকর্তাকে আটক করেছে, যার কাছে ঘুষের টাকা পাওয়া গেছে বলছে দুদক।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 02:24 PM
Updated : 20 Oct 2019, 02:24 PM

রোববার বিকালে ঘুষ লেনদেনের সময় অফিসেই তাকে আটক করা হয় বলে বগুড়া দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান।

আটক আব্দুল হান্নান (৪৫) গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

দুদক কর্মকর্তা আমিনুল বলেন, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা  ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান ১৪৩ টাকা ভূমি করের সঙ্গে অতিরিক্ত ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।

“মতিউর রহমান মানিক নামে এক ব্যক্তি তার পৈত্রিক জমির খাজনা দিতে গেলে আব্দুল হান্নান তার খাজনা কমিয়ে দেওয়ার কথা বলে ঘুষের ওই টাকা দাবি করেন।”

আমিনুল আরও বলেন, ঘুষের টাকা দাবি করার পর দুদকের হটলাইনে বিষয়টি জানান মতিউর রহমান। অভিযোগটি বগুড়া দুদককে তদন্ত করতে বলা হয়। এ ব্যাপারে মতিউর রহমান দুদক কার্যালয়ে লিখিত অভিযোগও করেন।

“এর পরিপ্রেক্ষিতে দুদকের একটি টিম রোববার দুপুরে নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায় এবং ঘুষের ১৩ হাজার টাকাসহ আব্দুল হান্নানকে হাতেনাতে গ্রেপ্তার করে।”

আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে আমিনুল জানান।