ফরিদপুরে হত্যা মামলায় ৪ জনের প্রাণদণ্ড 

ফরিদপুরে মুদি দোকানদার বিকাশ সাহা হত্যা মামলায় চারজনের প্রাণদণ্ড হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 02:04 PM
Updated : 20 Oct 2019, 02:04 PM

রোববার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ রায় দেন।

দণ্ডিত প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

দণ্ডিতরা হলেন আলামিন শেখ, স্বপন মুন্সী, নাহিদ শেখ ও আয়নাল শেখ। তাদের সবার বাড়ি জেলার ভাঙ্গা উপজেলার সদরদীর চৌধুরীকান্দা।

রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আছেন আলামিন শেখ।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি এম এ সালাম মামলার বরাতে বলেন, ২০১৭ সালে ৩০ মার্চ বিকাশ সাহা ভাঙ্গা বাজার থেকে রাতে নিজ বাড়ি উপজেলার সদরদীর চৌধুরীকান্দা ফিরছিলেন। পূর্ব শক্রতার জের ধরে আসামিরা রাস্তা থেকে তাকে অপহরণ ও হত্যা করে। পরদিন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পিপি সালাম বলেন, এই ঘটনায় পরদিন নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৩ অগাস্ট চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।