ভোলায় সংঘর্ষের পর সমাবেশ আহবান

ভোলার বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষের পর ছয় দফা দাবিতে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 01:21 PM
Updated : 20 Oct 2019, 01:21 PM

‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের’ ব্যানারে সোমবার বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই সমাবেশের ডাক দেওয়া হয়।

রোববার বিকালে ভোলা প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এই ঘোষণাসহ ৬ দফা দাবি জানান সমাবেশের বক্তারা।  

তাদের দাবিগুলো হলো যে যুবকের ফেইসবুক আইডি থেকে ‘অবমাননাকর’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে তার ফাঁসি কার্যকর, সংঘর্ষে নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রে্প্তারদের বিনাশর্তে মুক্তি প্রদান।

মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা তাজউদ্দিন ফারুকী, মাওলামা মিজানুর রহমান প্রমুখ।

বোরহানউদ্দিনে এক যুবকের ফেইসবুক আইডি থেকে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগ তুলে ‘মুসলিম তাওহীদি জনতা’র ব্যানারে সমাবেশের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কয়েশ মানুষ।

রোববার বেলা পৌনে ১১টা থেকে বোরহানউদ্দিন উপজেলা সদরে দফায় দফায় সংঘর্ষে এক মাদ্রাসাছাত্রসহ অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।

এ ঘটনায় ওই যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে বোরহানউদ্দিনে জরুরি ভিত্তিতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।