খুলনায় শ্যালক হত্যার দায়ে মৃত্যুদণ্ড

খুলনায় দুই বছর আগে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 09:14 AM
Updated : 20 Oct 2019, 09:14 AM

রোববার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিদ আমিনুল খাঁ খুলনার তেরখাদা উপজেলার লুৎফার খাঁর ছেলে। 

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, পারিবারিক কলহের জেরে আমিনুলের স্ত্রী উপজেলার উপজেলার কুশলা (চরপাড়া) এলাকায় তার ভাই কালু খাঁয়ের বাড়িতে চলে যান।পরে স্ত্রীকে ফিরিয়ে নিতে গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমিনুলের আবার বাকবিতণ্ডা হয়।   

এর জেরে ২০১৭ সালের ৯ অগাস্ট রাতে আমিনুল তার শ্যালক কালুকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ সময় কালুর স্ত্রী তাকে বাঁচাতে  এগিয়ে গেলে আমিনুল তাকেও কুপিয়ে জখম করে।

ঘটনার পরদিন নিহতের বড় ছেলে মো. আশানুর খাঁ বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।