বগুড়ায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় সেপটিক ট্যাংকের ভেতর অসুস্থ হয়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 06:40 AM
Updated : 20 Oct 2019, 06:40 AM

রোববার সকালে ধুনটের নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, গাবতলী  উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৬) এবং একই গ্রামের তাজুর মন্ডলের ছেলে মিনহাজ (২৭)।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ধুনটের নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা।

“তারা সেপটিক ট্যাংক নির্মাণ করে ঢেকে রেখে গিয়েছিলেন।

“রোববার সকাল সাড়ে ৮টায় ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে মহিদুল ভিতরে ঢোকেন। এ সময় তিনি ভিতরে পড়ে যান।”

তাকে উদ্ধার করতে অপর শ্রমিক মিনহাজ ট্যাংকের ভিতরে গেলে তিনিও পড়ে যান বলে জানান তিনি।

স্থানীয় লোকজন সেপটিক ট্যাংক ভেঙে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ধুনট হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান তারা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

‘বিষাক্ত গ্যাসের’ কারণে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।