রাবি ছাত্রকে হাতুড়িপেটার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হাতুড়িপেটার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 02:50 PM
Updated : 19 Oct 2019, 03:06 PM

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফিরোজ আনাম নামে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীর ওপর হামলা হয়।

অর্থনীতি বিভিাগের সভাপতি মো. আবদুল উয়াদুদ জানান, হাতুড়ির আঘাতে তার মাথা থেঁতলে যায়। চিকিৎসক দেখানে ছয়টি সেলাই দেন। ফিরোজ এখন সুস্থ আছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামলার পর পুলিশ শুক্রবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, পরে ফিরোজ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করলে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

হামলার এ ঘটনায় শিক্ষার্থীরা শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে অর্থনীতি বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।

অন্যদিকে গ্রেপ্তার তিনজন প্রকৃত হামলাকারী নয় দাবি করে শিক্ষার্থীরা শনিবার বেলা ১২টার দিকে আবারও বিক্ষোভ দেখিয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে সাড়ে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে দেখা গেছে।

পরে বিকাল আড়াইটার দিকে তারা ভর্তিপরীক্ষার কারণে ২৪ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেন।