নাটোরে ২ কৃষক নিখোঁজের জিডি

নাটোরের লালপুর উপজেলায় পদ্মার চরে কাশবন সাফ করতে গিয়ে দুই কৃষক নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 02:07 PM
Updated : 19 Oct 2019, 02:07 PM

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পাওয়ার পর শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল।

নিখোঁজ ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের মধু প্রামাণিকের ছেলে ডাবলু ও নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মল্লিক চানের ছেলে মুজিবুর রহমান।

ওসি সেলিম বলেন, শুক্রবার দুপুরে ২০ জন কৃষকের একটি দল লালপুরের পদ্মার চর বাহাদীপুরে কাশবন সাফ করতে যান। তাদের মধ্যে দুইজন নিখোঁজ হয়েছেন বলে তাদের স্বজনরা থানায় জিডি করেন।

“তাদের সন্ধানে নেমে পুলিশ প্রাথমিকভাবে দুই রকম তথ্য পেয়েছে। কেউ কেউ বলছে, বেশ কয়েকজন শ্রমিক নদীর পাড় ভেঙে পানিতে পড়ে যান। সেখান থেকে ওই দুইজন উঠে আসতে পারেননি। আবার কেউ কেউ বলছে, নিখোঁজ দুইজনের সঙ্গে এলাকার লোকজনের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। প্রতিপক্ষ তাদের অপহরণ করেছে। অনুসন্ধান শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”

পুলিশ তাদের সন্ধান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।