শরীয়তপুরে ২৩ জেলেকে জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহনের অপরাধে শরীয়তপুরে ২৩ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 10:17 AM
Updated : 19 Oct 2019, 10:17 AM

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. মাহবুব রহমান শেখ জানান, শনিবার সকালে তাদের এই দণ্ড দেওয়া হয়।

শুক্রবার রাতে জাজিরা এলাকায় পদ্মার পাড় থেকে বস্তায় করে ইলিশ পরিবহন করার পথে পালং থানার পুলিশের হাতে মাছসহ ধরা পড়েন এই জেলেরা।

ইউএনও মাহবুব বলেন, তাদের কাছ থেকে কমপক্ষে ১০ মণ মা ইলিশ জব্দ করা হয়। তাদের মধ্যে ১৯ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আর চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া গাইবান্ধায় নয় জেলেকে জেল দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জি জানান, শনিবার ইলিশ শিকারের সময় কামারজানির মোল্লাচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ২০ হাজার মিটার জাল ও সাত কেজি ইলিশসহ নয় জেলেকে আটক করা হয়।

“জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজার ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ দিন করে কারাদণ্ড  দিয়েছে।”

ইলিশের প্রজনন মৌসুম হিসেবে বিভিন্ন নদ-নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে।