হবিগঞ্জে ‘বিষক্রিয়ায়’ এক শিশুর মৃত্যু, অসুস্থ ২

হবিগঞ্জ সদর উপজেলায় ‘বিষক্রিয়ায়’ এক শিশুর মৃত্যু হয়েছে; অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুইজনকে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2019, 06:16 PM
Updated : 18 Oct 2019, 09:27 PM

সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, এই শিশুরা উচালইল চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের সন্তান।

মারা গেছে তার ছয় বছর বয়সী মেয়ে সাথী আক্তার। অসুস্থ হয়েছে তোফাজ্জুল (৮) ও রবিউল ইসলাম (৬)।

তাদের মা ফাহিমা আক্তার বলেন, “শুক্রবার সন্ধ্যার দিকে বাচ্চারা ঘরে বসে খেলাধুলা করছিল। এ সময় আমি অন্য জায়গায় কাজে ছিলাম। হঠাৎ বাড়ির লোকজন খবর দেয় বাচ্চারা বমি করছে। আমি বাড়ি গিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাই।”

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক হায়দার আলী বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।”

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে বলে জানিয়েছেন ওসি মাসুক আলী।

তিনি বলেন, “প্রথমিকভাবে ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”