বরিশালে সাংবাদিক পরিচয়ে ইলিশ ধরতে গিয়ে আটক ১০

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের কীর্তনখোলা নদীতে সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয়ে ইলিশ ধরতে গিয়ে কোস্টগার্ডের হাতে ১০ জন আটক হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2019, 04:37 PM
Updated : 18 Oct 2019, 04:37 PM

জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র জানান, শুক্রবার বিকেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তারা কালিজিরা এলাকায় জাল ফেলে ইলিশ ধরছিলেন।

তারা হলেন আব্দুর রহমান, আরিফ হোসেন, জহিরুল চৌধুরী, সোহেল রানা, মোর্শেদ আলী ইমন, রুহুল আমীন, ঝন্টু মিয়া, হাফিজুর রহমান, হাসিব খলিফা ও ইমরান হোসেন।

তারা ঝালকাঠীর নলসিটি ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা বিমল বলেন, কোস্টগার্ড সদস্যরা তাদের ইলিশ ধরার সময় হাতেনাতে আটক করেন। এ সময় তারা নিজেদের সাংবাদিক ও মানবাধিকারকর্মী বলে পরিচয় দেন। তাদের কাছ থেকে কয়েকটি পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ।

“সন্ধ্যার পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন বিচারক। তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”

ইলিশের প্রজনন মৌসুম হিসেবে বিভিন্ন নদ-নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে।