বাগেরহাটে ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 12:43 PM
Updated : 17 Oct 2019, 12:43 PM

বাগেরহাট পিবিআইয়ের এসআই মো. আবু সাইয়েদ জানান, বৃহস্পতিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তারা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মো. ইলিয়াস জমাদ্দার (৫৫) শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল গাফফার জমাদ্দারের ছেলে। স্থানীয় খোন্তাকাটা রশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার তত্ত্বাবধায়ক তিনি।

এসআই সাইয়েদ মামলার নথির বরাতে বলেন, গত ৮ অগাস্ট ইলিয়াস তার মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করেন। ছাত্রী তার পরিবারকে জানালে বাবা শরণখোলা থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন।

“ঘটনার পর সাইয়েদ এলাকা ছেড়ে পালিয়ে যান। মামলাটি তদন্ত করতে দেওয়া হয় পিবিআইকে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।”

তাকে বাগেরহাট পিবিআই কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।