কুষ্টিয়া কলেজে ভর্তি হলেন আবরার ফাহাদের ভাই
কুষ্টিয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2019 06:21 PM BdST Updated: 17 Oct 2019 06:21 PM BdST
-
-
আবরার ফাহাদ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩টায় কুষ্টিয়া কলেজ অধ্যক্ষের হাতে ফাইয়াজের বাবা বরকত উল্লাহ ঢাকা কলেজের ছাড়পত্র তুলে দেন।
ফায়াজ ঢাকা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির বলেন, ফাইয়াজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ভর্তি সংক্রান্ত সকল দায়িত্ব কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং আবরার ফাইয়াজের পরিবারকেও নিরাপত্তা শঙ্কামুক্ত থাকতে বলা হয়েছে।

আবরার ফাহাদ
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি ঢাকা কলেজ থেকে ছাড়পত্রের জন্য আবেদন করেন। একইদিন তাকে ছাড়পত্র দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
কুষ্টিয়া কলেজে ভর্তির কাজ শেষ হওয়ার পর ফাইয়াজের বাবা বরকত উল্লাহ সাংবাদিকদের বলেন, “কিছুক্ষণ আগেই কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে ঢাকা কলেজের ছাড়পত্র ও ছবিসহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দিয়েছি। উনারা ইতিমধ্যেই প্রাথমিক কাজ সম্পন্ন করে রেখেছেন। সেজন্য কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “এখানে ভর্তি হয়ে ফাইয়াজ পরিবারের সান্নিধ্যে থেকে লেখাপড়া করুক এটা ওর মায়েরও চাওয়া। ফাইয়াজকে যখন ঢাকা কলেজে ভর্তি করি তখন ফাহাদ নিজের কাছে রেখে ওক গড়ে তুলতে চেয়েছিল। এখন সে নাই, সেকারণে ফাইজও একা ঢাকা থাকতে ইচ্ছুক না। তাছাড়া ওর মা রোকেয়া খাতুনের শারীরিক ও মানসিক অবস্থাও খুব খারাপ। বড্ড বেশি ভেঙে পড়েছে। সেইসাথে এক অজানা নিরাপত্তার শঙ্কা তো আছেই। সে কারণে সব বিষয় চিন্তা করেই ফাইয়াজকে ঢাকা থেকে নিয়ে আসলাম।”
-
ঝালকাঠিতে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
-
গাজীপুরে আড়াই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২
-
ব্যাগ ধরে টান, কিশোরগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নারী আহত
-
পুরনো প্রতিবেদন মুছতে চাপ একটি অপকৌশল: শার্শা প্রেসক্লাব
-
ফেনীতে কারখানায় আগুন, হেলে পড়েছে তিন তলা ভবন
-
তারেক রহমানের আয়ের উৎস ‘জুয়া’: মতিয়া চৌধুরী
-
নবাবগঞ্জে জমির বিরোধে তিনজনকে কোপানোর অভিযোগ
-
খোন্দকার ইব্রাহিম খালেদ সমাহিত গোপালগঞ্জে
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়