কুষ্টিয়া কলেজে ভর্তি হলেন আবরার ফাহাদের ভাই
কুষ্টিয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2019 06:21 PM BdST Updated: 17 Oct 2019 06:21 PM BdST
-
-
আবরার ফাহাদ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩টায় কুষ্টিয়া কলেজ অধ্যক্ষের হাতে ফাইয়াজের বাবা বরকত উল্লাহ ঢাকা কলেজের ছাড়পত্র তুলে দেন।
ফায়াজ ঢাকা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির বলেন, ফাইয়াজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ভর্তি সংক্রান্ত সকল দায়িত্ব কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং আবরার ফাইয়াজের পরিবারকেও নিরাপত্তা শঙ্কামুক্ত থাকতে বলা হয়েছে।

আবরার ফাহাদ
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি ঢাকা কলেজ থেকে ছাড়পত্রের জন্য আবেদন করেন। একইদিন তাকে ছাড়পত্র দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
কুষ্টিয়া কলেজে ভর্তির কাজ শেষ হওয়ার পর ফাইয়াজের বাবা বরকত উল্লাহ সাংবাদিকদের বলেন, “কিছুক্ষণ আগেই কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে ঢাকা কলেজের ছাড়পত্র ও ছবিসহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দিয়েছি। উনারা ইতিমধ্যেই প্রাথমিক কাজ সম্পন্ন করে রেখেছেন। সেজন্য কলেজ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “এখানে ভর্তি হয়ে ফাইয়াজ পরিবারের সান্নিধ্যে থেকে লেখাপড়া করুক এটা ওর মায়েরও চাওয়া। ফাইয়াজকে যখন ঢাকা কলেজে ভর্তি করি তখন ফাহাদ নিজের কাছে রেখে ওক গড়ে তুলতে চেয়েছিল। এখন সে নাই, সেকারণে ফাইজও একা ঢাকা থাকতে ইচ্ছুক না। তাছাড়া ওর মা রোকেয়া খাতুনের শারীরিক ও মানসিক অবস্থাও খুব খারাপ। বড্ড বেশি ভেঙে পড়েছে। সেইসাথে এক অজানা নিরাপত্তার শঙ্কা তো আছেই। সে কারণে সব বিষয় চিন্তা করেই ফাইয়াজকে ঢাকা থেকে নিয়ে আসলাম।”
-
ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
-
এমপির বাগানবাড়ি থেকে হনুমান উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর
-
কিশোরগঞ্জের পাগলা মসজিদে জমল ৩ কোটি ৬০ লাখ
-
মাল্টিপল ভিসা: পেট্রাপোলে পর্যটক ফেরালেও হিলিতে চলাচল স্বাভাবিক
-
বরিশালে ৬ লাখ পোনাসহ ট্রাকচালক আটক
-
কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের সামনে নারীকে মারধর: একজন গ্রেপ্তার
-
তিন সপ্তাহে এক পরিবারে ৩ মৃত্যু, কারণ অজানা
-
জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কার, কলেজ খুললেও উপস্থিতি কম
-
এমপির বাগানবাড়ি থেকে হনুমান উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর
-
কিশোরগঞ্জের পাগলা মসজিদে জমল ৩ কোটি ৬০ লাখ
-
মাল্টিপল ভিসা: পেট্রাপোলে পর্যটক ফেরালেও হিলিতে চলাচল স্বাভাবিক
-
বরিশালে ৬ লাখ পোনাসহ ট্রাকচালক আটক
-
কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের সামনে নারীকে মারধর: একজন গ্রেপ্তার
-
তিন সপ্তাহে এক পরিবারে ৩ মৃত্যু, কারণ অজানা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন