যশোর উদীচীর সভাপতি শহীদ মারা গেছেন

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর যশোর জেলা কমিটির সভাপতি ডি এম শাহিদুজ্জামান শহীদ মারা গেছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 08:47 AM
Updated : 17 Oct 2019, 08:47 AM

বৃহস্পতিবার সকালে ঢাকায় এই শিল্পী মারা যান বলে জানিয়েছেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

২০১৭ সালের মে মাসে তার জিহ্বায় ক্যান্সার ধরে পড়ে। এরপর দেশে ও ভারতে ক্যান্সারের চিকিৎসা করিয়ে আসছিলেন তিনি।

বিপ্লব জানান, শহীদ গত ১৩ অক্টোবর ঢাকায় গিয়েছিলেন মেডিকেল চেকআপ করাতে। এক আত্মীয়র বাসায় অবস্থানকালে গত রাত থেকেই আরও অসুস্থ্য বোধ করছিলেন তিনি।

ঢাকার বনশ্রীর এক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

১৯৮২ সালে কামালউদ্দিন নীলুর ‘মিছিল’ নাটকে অভিনয়ের মাধ্যমে ডি এম শাহিদুজ্জামান শহীদ একজন নাট্যকর্মী হিসেবে উদীচীর সঙ্গে সম্পৃক্ত হন।

মৃত্যুর আগ পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি এই শিল্পী জেলা উদীচীর পরপর পাঁচবার সভাপতির দায়িত্বও পালন করেন।

বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। রাতের মধ্যে তার লাশ যশোরে আনার পরিকল্পনা রয়েছে।

তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল ১১টায় তার মরদেহ উদীচী যশোর কার্যালয়ে রাখা হবে। জুম্মার নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হবে।