কাঁঠালবাড়ি ঘাট থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট এলাকা থেকে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 07:59 AM
Updated : 17 Oct 2019, 04:42 PM

শিবচর থানার উপ-পরিদর্শক সাহাদাৎ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুর স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত হাসান মিয়ার (২০) বাড়ি ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি স্থানীয় ডিএম পরিবহনের চালকের সহকারী ছিলেন এবং কাঁঠালবা‌ড়ি ঘাট এলাকায় কুলির কাজ করতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিন কুলিকে আটক করা হয়েছে। এরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুর গ্রামের সালাউদ্দিন মোল্লার ছেলে নাজমুল (২২), পটুয়াখালী জেলার কুয়াকাটা থানার তাসনুপাড়া গ্রামের হাকিম মৃধার ছেলে সাগর মৃধা (১৮) ও ফরিদপুরের নগর কান্দা উপজেলার বাড়ৈয় ডাঙ্গি গ্রামের সৃজন শেখের ছেলে সাইফুল শেখ (১৯)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুর স্তুপের মধ্য একটি লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।  

এসআই বলেন, “কুলিদের মধ্যে কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।