পরীক্ষার হলে ২০ ছাত্রের চুল কাটলেন অধ্যক্ষ

গোপালগঞ্জে এক মাদ্রাসায় পরীক্ষার হলে বসে ২০ পরীক্ষার্থীর চুল কেটে দিয়েছেন অধ্যক্ষ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 06:38 AM
Updated : 17 Oct 2019, 06:53 AM

কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. বাকের হোসাইন বলছেন, ‘পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়াই’ এভাবে চুল কেটে দেওয়ার উদ্দেশ্য।

জানতে চাইলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘আমি দাখিল শ্রেণির সব ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদ্রাসায় আসতে বলেছিলাম। ছাত্ররা আমার কথার অবাধ্য হওয়ায় ওদের চুল কেটে দিয়েছি। ”

এই মাদ্রাসার দাখিল শ্রেণির শিক্ষার্থীরা জানান, গত বুধবার তাদের বাংলা পরীক্ষা চলছিল। পরীক্ষার প্রথম ঘণ্টা পড়ার পর হঠাৎ করে অধ্যক্ষ কাঁচি নিয়ে এসে ২০ ছাত্রের মাথার চুল কেটে দেন।

এ ঘটনার পর ক্ষুব্ধ ছাত্ররা পরীক্ষা না দিয়ে বেরিয়ে যান। তখন তাদের দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হলে ছাত্ররা পরীক্ষার হলে ফেরে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি সত্যতা পাওয়া যায় তা হলে বিধি মোতাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”