কুড়িগ্রাম এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 02:51 PM
Updated : 16 Oct 2019, 03:05 PM

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে, বাঁশিতে হুঁইসেল দিয়ে নতুন এ ট্রেনটি উদ্বোধন করেন। এ সময় কুড়িগ্রাম রেলস্টেশনে উপস্থিত হাজার হাজার মানুষ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তাদের সঙ্গে ছিলেন।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক হারুন আর রশিদ বলেন, ট্রেনটি বুধবার বাদে বাকি ছয় দিন সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকার কমলাপুর স্টেশন থেকে কুড়িগ্রামের পথে ট্রেনটি ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে, কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ২০ মিনিটে।

১৪টি বগি নিয়ে যাতায়াতের সময় ট্রেনটি রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, মাধনগর, টাঙ্গাইল, মৌচাক, বিমানবন্দরে যাত্রী ওঠা-নামা করবে বলে তিনি জানান।