হাজতে আসামির মৃত্যু, রংপুরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ

রংপুরে আসামিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে এলাকাবাসী এক তদন্ত কেন্দ্র ঘেরাও করায় পুলিশের সাথে সংঘর্ষ বেধেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 09:23 AM
Updated : 16 Oct 2019, 05:23 PM

বুধবার এ সময় রংপুরের পীরগঞ্জে  উপজেলার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষে পুলিশের এএসপি ও ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি সামাল দিতে ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামছুল হক ( ৫৫) নামে একজনকে চোলাই মদসহ গ্রেপ্তার করে পুলিশ।

“বুধবার সকালে তার সাথে দেখা করে খাবার দেন পরিবারের লোকজন। তারা চলে যাওয়ার পর সামছুল হক তার পরনের ফতুয়া হাজতের রডে বাঁধিয়া গলায় ফাঁস দেন।”

এই মৃত্যুকে কেন্দ্র করে আসামির লোকজন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ঘেড়াও করে ‘হামলা চালালে’ পুলিশের সাথে সংঘর্ষ বাধে বলে জানান তিনি।

এ সময় পুলিশ ‘৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে’ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে সহকারী পুলিশ সুপার সার্কেল বি হাফিজুর, পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দসহ ১৫ জন আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বিপ্লব সরকার বলেন, “আমি বিষয়টি শুনেছি। আমি সেখানে যাচ্ছি।”

এখন পরিস্থিতি শান্ত।