ইলিশ ধরায় চাঁদপুরে ১৫ জেলেকে সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 08:50 AM
Updated : 16 Oct 2019, 08:54 AM

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসাইন ও মো. অলিদুজ্জামান এ সাজা দেন।

এরা হলেন- সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের নলকা‌ন্দি এলাকার ‌মো. আক্তার প্রধান, আরিফ উল্যা মি‌জি (৩৫), আলা‌উদ্দিন (৪০), একই ইউনিয়‌নের চরমুত এলাকার আবদুল আলি গাজী (২২), আবুল হোসেন (৩৫), কালু (২৬), শহরের বড় স্টেশন এলাকার হাসান মোল্লা (৪০) ও হারুন মি‌জি (৪০), ম‌নির হোসেন (২০), নুরে আলম (২০), শামছু‌দ্দিন (৪৪), ইয়া‌ছিন মিয়া (৪৫), আবদুল গ‌নি (৬০), জ‌সিম (২০) ও শুক্কুর (২০)। একজনের পরিচয় পাওয়া যায়নি।  
চাঁদপুর নৌ-থানার ওসি মো. আবু তাহের খান বলেন, সদর উপজেলার রাজরা‌ রাজরাজেশ্বর ও আলুর বাজার এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১৫ জেলেকে আটক করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে মাছ ধরার দুইটি ইঞ্জিন চা‌লিত ট্রলার, মা ইলিশ ও নি‌ষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হ‌য় বলে জানান তিনি। 

‌ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা মেঘনার নদীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।