কুড়িগ্রামে ‘মাদক পাচারকারী’ আটক

কুড়িগ্রামে এক ‘মাদক পাচারকারীকে’ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বিজিবি।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 08:28 AM
Updated : 16 Oct 2019, 08:28 AM

বুধবার ভোররাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে বিজিবি দুই হাজার ১৫৬টি ‘ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ’ তাকে আটক করে বলে জানিয়েছেন গয়টাপাড়া বিওপির নায়েব সুবেদার শওকত আলী।

আটক আব্দুল মালেক মিয়া (৩০) উপজেলার চর বামনেরচর এলাকার মৃত আলেক শেখের ছেলে।

বিজিবির নায়েব সুবেদার শওকত জানান, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের নির্দেশনায় অভিযান চালানো হয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬১/এমপি এর কাছে আব্দুল মালেককে আটক করে টহল দল। তল্লাশি করে তার কাছ থেকে ‘দুই হাজার ১৫৬টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট’ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পরে তাকে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।