নওগাঁ থেকে চুরি যাওয়া শিশু ঠাকুরগাঁওয়ে উদ্ধার

নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া এক শিশু মুসাকে দশ দিন পর ঠাকুরগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজিজা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 04:46 PM
Updated : 15 Oct 2019, 04:46 PM

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সকালে নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফায়সাল বিন আহসান ঠাকুরগাঁও থেকে শিশুটি উদ্ধার করেন।

গ্রেপ্তার মোছা. আজিজা বেগম নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর খাদাইল বাজার গ্রামের আবুল কালামের স্ত্রী।

উদ্ধার শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

গত ৫ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু মুসা চুরি হয়।

এ বিষয়ে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

জিডিতে বলা হয়, গত ২ অক্টোবর ডায়রিয়াজনিত সমস্যার কারণে হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ইসমাইল হোসেনের পাঁচ মাসের ছেলে মুসাকে ভর্তি করানো হয়। হাসপাতালে তার মা বৃষ্টি ও দাদি সঙ্গে থাকতেন।

জিডিতে আরও বলা হয়, এক অপরিচিত নারী কৌশলে মুসাকে কোলে নিয়ে বাইরে চলে যান।

পুলিশ জানায়, হাসপাতালের সিসি টিভির ভিডিও ফুটেজ থেকে বোরকা পরিহিত এক নারীকে ওই শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।