ভোলায় আলাউদ্দিন হত্যাকারীর শাস্তি দাবি

ভোলার মনপুরা উপজেলার ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লার হত্যাকারীদের শাস্তির দাবিতে মাঠে নেমেছে এলাকাবাসী।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 03:35 PM
Updated : 15 Oct 2019, 03:35 PM

মঙ্গলবার হাজির হাট বাজারে দফায় দফায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।

গত রোববার রাতে ফকিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে খুন হন আলাউদ্দিন। তিনি মনপুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকার ও সার-কীটনাশক ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিভিন্ন সড়কে বিক্ষোভ শেষে স্থানীয়রা হত্যাকারীর বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হত্যার মূল পরিকল্পনাকারীসহ সব খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এতে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম শাজাহান, সাংগঠনিক সম্পাদক অহিউল্লাহ কাজল, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী, মুক্তিযুদ্ধা আবুল কাসেম মাতাব্বরসহ ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রণির পেশার মানুষ।

গত রোববার রাত ১১টা ৪৫ মিনিটে মনপুরার ফকিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে বাড়ির সামনে তাকে গলা কেটে হত্যা করে একদল হামলাকারী।

এরই পরদিন মনপুরা থানা পুলিশ মো. জয়নাল, আবুল কালাম, দিবাকর সাহা, মো. মাকসুদ, শাহিন ও শামিমকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এসএ কালামসহ কয়েকজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি।