খুলনায় ব্যাটারি-রিকশার ধর্মঘট

ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার উদ্যোগের প্রতিবাদে খুলনা নগরীতে অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ব্যাটারিচালিত রিকশা চালকরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 06:46 AM
Updated : 14 Oct 2019, 06:46 AM

সোমবার এ ধরম্ঘট পালনকারীদের ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলেও বাধা দিতে দেখা যাচ্ছে।

দৌলতপুর থানা রিকশা-ভ্যান চালক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জব্বার ফকির বলেন, ‘সোমবার থেকে নগরীতে কোনও রিকশা বের হবে না। ব্যাটারিচালিত ইজিবাইক বের হলে তা ভেঙে দেবেন রিকশার মালিকরা।’

দৌলতপুর থানা রিকশা-ভ্যান চালক ওয়ার্কার্স ইউনিয়নের ‘নেতা’ লোকমান হোসেন বলেন, “দৌলতপুরে সোমবার আয়োজিত সমাবেশে পুলিশ বাধা দিয়েছে।”

এজন্য তারা সমাবেশ না করে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দীন জুয়েলের সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া পেশ করবেন বলে জানান তিনি।

“তবে রিকশা ধর্মঘট অব্যহত থাকবে বলে জানান ।”

এদিকে হঠাৎ করে নগরীতে রিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। জেলা শহরবাসীদের কাছে ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক কয়েক বছর ধরে প্রধান বাহন হয়ে উঠেছে। চপি/