গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে ২ যুবকের যাবজ্জীবন

গাজীপুরে প্রতিবন্ধী একটি শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 04:58 PM
Updated : 13 Oct 2019, 04:58 PM

রোববার গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মৃত নূরুল ইসলামের ছেলে ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্বের টেক এলাকার মৃত সাহেদ আলীর ছেলে বাদশা মিয়া (৩২)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

ওই আদালতের স্পেশাল পিপি এ বি এম আফফান বলেন, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়ার রূপালী প্রজেক্টের কাছে ওই দুই আসামিসহ আরও অজ্ঞাত পরিচয়ের দুজন মিলে এক বাক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করে।

“পরে শিশুটি প্রজেক্টের কেয়ারটেকারের বাড়ি গিয়ে কান্না করতে থাকলে প্রজেক্টের তত্ত্বাবধায়ক মো. নাফিউল ও তার স্ত্রী হাতবাঁধা শিশুটির বাঁধন খুলে দেন।”

পিপি আফফান বলেন, এ সময় শিশুটির কাছে ঘটনা শুনতে চাইলে আড়ালে দাঁড়িয়ে থাকা ওই দুই ধর্ষককে দেখিয়ে দিলে স্থানীয়দের সহায়তায় নাফিউল তাদের দুজনকে আটক করে। এ সময় অপর দুইজন পালিয়ে যায়।

ধর্ষণকারী অপর দুইজনকে পুলিশ শনাক্ত করতে পারেনি বলে জানান আফফান।