আর্থিক কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

অর্থ ছাড় করানোর কেউ না থাকায় আগামী ১৮ ও ১৯ অক্টোবরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে (সন্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 11:58 AM
Updated : 13 Oct 2019, 01:26 PM

রোববার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য অধ্যাপক মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার পরবর্তী সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

পরে অধ্যাপক মুহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য রয়েছে।

“পরীক্ষার আয়োজন করতে অর্থের প্রয়োজন। কিন্ত্র অর্থ ছাড় করার কেউ না থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।”

পরবর্তীতে কখন পরীক্ষা নেওয়া হবে তাও তিনি বলতে পারছেন না।