নারায়ণগঞ্জে দুই ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে এক মাদ্রাসা থেকে ‘জেএমবির দুই সদস্যকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 10:54 AM
Updated : 13 Oct 2019, 10:54 AM

রোববার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লার একটি মাদ্রাসার কক্ষে গোপন বৈঠকের খবর পেয়ে গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ‘ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট’ উদ্ধার করেছে তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান ওরফে মুরাদ (২৪) ও পিরোজপুর জেলার কাউখালীর বাসিন্দা মো. আমানউল্লাহ (৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানায়, মেহেদী হাসান ওরফে মুরাদ ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবি’তে যোগদান করে। এরপর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিলেন’ তিনি।

তিনি ‘অনলাইনের মাধ্যমে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড করে বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি শাখার কাজ ‘ যুক্ত ছিলেন।

‘তার মাধ্যমেই উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগদান করেন গ্রেপ্তারকৃত আসামি আমানউল্লাহ।’

বরিশালের এক মাদ্রাসা থেকে ‘কামিল পর্যন্ত পড়া আমানউল্লাহ নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় শিক্ষকতায় যুক্ত।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।