নীলফামারীতে ফেন্সিডিলসহ ২ ‘মাদক কারবারি’ আটক

নীলফামারীতে ৬৩ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে; যাদের মাদক কারবারি বলছে র‌্যাব।  

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 10:52 AM
Updated : 13 Oct 2019, 10:52 AM

রোববার দুপুরের নীলফামারী পৌর শহরের সবুজপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন ওই এলাকার সামছুল হক প্রধানের ছেলে সাজ্জাদ প্রধান (৩৭) ও শান্তি নগর এলাকার নূর ইসলামের ছেলে নূরন্নবী হোসেন মানিক (২৮)।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “গোপন খবরে সাজ্জাদ প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে বাথরুমের ফ্লাশ ট্যাং থেকে ৬৩টি বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।”

পরে সাজ্জাদ ও নূরন্নবীকে আটক এবং তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২২ হাজার ৬৯৫ টাকা জব্দ করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ নীলফামারী সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।