সাভারে পানির ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারিতে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 08:32 AM
Updated : 13 Oct 2019, 10:10 AM

রোববার বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর ‘আর এ এন ট্যানারিতে’ এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, মৃতদের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে।তাদের মধ্যে একজন শ্যামপুর বাজারের দিনমজুর।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফাইল ছবি

ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমারৎ হোসেন বলেন, “নির্মাণাধীন আর এ এন ট্যানারির একটি পানির ট্যাংক এক নির্মাণ শ্রমিক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে আরেক শ্রমিক তাকে উদ্ধারের জন্য ট্যাংকে নামলে তিনিও আক্রান্ত হন। এক পর্যায়ে দুই জনই অজ্ঞান হয়ে পড়েন।"

পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই জনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এমারৎ।