কিশোরগঞ্জে ফের বগি লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রেল বন্ধ

ছয় ঘণ্টার ব্যবধানে কিশোরগঞ্জে আবার বগি লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 05:14 PM
Updated : 12 Oct 2019, 05:16 PM

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৪২ নম্বর ডাউন লোকাল ট্রেনটি শনিবার সন্ধ্যায় ভৈরব স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

“এর ফলে সন্ধ্যা ৬টা থেকে ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

সকালেও বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে

এর আগে সকাল ৬টায় কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ছয় ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ থাকে। ওই দুর্ঘটনায় রেল লাইন ও একটি রেলওয়ে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, সন্ধ্যায় লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম বলেন, দুর্ঘটনার ফলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ও ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসসহ কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন।