রাজশাহীতে সংঘর্ষে আহত ২

রাজশাহী নগরীতে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 10:52 AM
Updated : 11 Oct 2019, 10:52 AM

শুক্রবার দুপুরে নগরের কাজলা ফুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান। 

আহতরা হলেন ফুলতলা এলাকার আসলাম আলীর ছেলে জুবায়ের হাসান জনি (২৬) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে সুজন (২৮)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, “আহতদের মধ্যে ‘ধারালো অস্ত্রের আঘাতে’ সুজনের একটি আঙুল কেটে গেছে। আর জনির পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি হাফিজুর বলেন, ফুলতলার কয়েকজন শেয়ারে একটি মাটি খননের জন্য ড্রেজার কেনে ব্যবসার করার  জন্য। কিন্তু অনেকদিন ধরে ড্রেজারটি বন্ধ ছিল। দুপুরে জনি ও সুজনসহ কয়েকজন গিয়ে ড্রেজারটি ঠিক আছে কিনা দেখতে যায়।

“এ সময় ড্রাজারের অপর শেয়ারদার ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের দুই ছেলে টনি ও ডনির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।”

ওসি বলেন, “সংঘর্সের সময় তিনটি গুলি ছোঁড়া হয়েছে বলে জনি দাবি করেছে। তবে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”