আবরার হত্যা: গাইবান্ধায় ছাত্রদলের মিছিল পুলিশের বাধা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলকে মিছিল করতে দেয়নি পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 02:09 PM
Updated : 9 Oct 2019, 02:09 PM

বুধবার দুপুরে জেলা শহরের সার্কুলার রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। একশ গজ না যেতেই পুলিশ তাদের বাধা দেয়।

পরে ছাত্রদল নেতাকর্মীরা দলীয় কার্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার জন্য ছত্রলীগের সমালোচনা করেন।

এছাড়া ফাহাদ হত্যার বিচারের দাবির মিছিলে বাধা দেওয়ারও কঠোর সমালোচনা করেন তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান প্রমুখ।

গত রোববার সন্ধ্যায় বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ডেকে নিয়ে যায় হলের কিছু ছাত্রলীগ নেতা। শিবির সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের এক পর্যায়ে গভীর রাতে হলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সারাদেশে ব্যাপক সমালোচনা চলছে।